টেলিস্কোপের আবিষ্কারক কে ?
এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষই বলবে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি’র নাম। কিন্তু সত্যিকারে এর আবিষ্কর্তা গ্যালিলিও না। টেলিস্কোপের সত্যিকারের আবিষ্কারক একজন জার্মান চশমা নির্মাতা। নাম ‘হ্যান্স লিফারহে’। হ্যান্স লিফারহে এটি আবিষ্কার করেছিলো ১৬০৮ খ্রিষ্টাব্দের ২৫শে সেপ্টেম্বর। ঠিক তার এক সপ্তাহ পরেই নেদারল্যান্ডের আরেক চশমা নির্মাতা জ্যাকব মেটিয়াস আরেকটি টেলিস্কোপ আবিষ্কার করেন।ঠিক তার কিছুদিন পরেই হ্যান্স লিফারহে ও জ্যাকব মেটিয়াসের পর আরেক চশমা নির্মাতা সাচারিস জ্যানসিন আরেকটি টেলিস্কোপ আবিষ্কার করে। আর এই খবর ছরিয়ে গেলো পুরো ইউরোপে। খবরটি গ্যালিলিওর কানেও গেলো। অতপর ১৬০৯ খ্রিষ্টাব্দে গ্যালিলিও গ্যালিলি তার টেলিস্কোপটি তৈরী করেন।

Photo Source: Pinterest.com
তবে এর মানে এই নয় যে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপের জন্য কিচ্ছুটি করেনি। বরং অনেকটাই করেছে। তাকে বলা হয় টেলিস্কোপের উন্নতির রুপকার। গ্যালিলিও গ্যালিলেই প্রথম মানব যিনি টেলিস্কোপকে আকাশের দিকে তাক করিয়েছিলেন। তখন গ্যালিলিও চাঁদের পাহাড় আবিষ্কারসহ আরো নানাকিছু আবিষ্কার করেছিলো।
উত্তরটি লিখেছেন আব্দুল্লাহ আল আদিব।